আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটার করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিশ্বের প্রায় ৪০টি দেশে বসবাসরত ১ কোটি ৪০ লাখ প্রবাসীর মধ্যে এ সংখ্যক ভোটারকে ভোটদানের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীরা এবার অনলাইনে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। এজন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা।
এছাড়া ৫০ লাখ ভোটারের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণে ভোটার প্রতি ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, যা থেকে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৩৫০ কোটি টাকা। ডাকযোগে ব্যালট পাঠানো ও গ্রহণসহ সব মিলিয়ে মোট খরচ হবে প্রায় ৪০০ কোটি টাকা।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটাধিকারের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রতি আগ্রহ দেখা দেওয়ায় ইসি সেই পথে অগ্রসর হয়।
এবার শুধু প্রবাসীরাই নয়, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দেশের ৭১টি কারাগারের বন্দিরাও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পরীক্ষামূলকভাবে হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করতে চায় কমিশন। এজন্য নিবন্ধন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: