ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলের (সিএ) সদস্য হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে বাংলাদেশ ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে। এর মাধ্যমে আরও চার বছরের জন্য ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ জায়গা করে নিল।
পূর্ববর্তী মেয়াদে বাংলাদেশ সীমিতভাবে কাউন্সিলে অংশ নিয়েছিল। ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে যোগ দিয়েছিল; বাকি কার্যক্রমে যুক্ত ছিল ভার্চুয়ালি। ফলে কার্যকর ভূমিকা রাখার সুযোগ কম ছিল। এ কারণে পুনর্নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছিল।
তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেই চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ অর্জনকে দেশের জন্য ‘একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য’ বলে অভিহিত করেছেন।
এসআর
মন্তব্য করুন: