[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ছে ভাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৬:৩১ পিএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে বড় সুখবর।

তাদের দীর্ঘদিনের দাবি পূরণের অংশ হিসেবে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেই এ অর্থ সংস্থানের ব্যবস্থা করা জরুরি।

বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। নতুন প্রস্তাব অনুযায়ী—

  • বাড়িভাড়া ভাতা: ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হলে বাড়তি প্রয়োজন হবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
  • চিকিৎসা ভাতা: ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হলে অতিরিক্ত খরচ হবে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা।
  • উৎসব ভাতা (কর্মচারী): ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা হলে বাড়তি ব্যয় হবে ৮৪ কোটি টাকা।

সব মিলিয়ে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা।

শিক্ষা উপদেষ্টা চিঠিতে উল্লেখ করেন, “এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও দীর্ঘদিনের দাবি পূরণে এ ভাতা বৃদ্ধি জরুরি। এতে শুধু তাদের কল্যাণই নিশ্চিত হবে না, বরং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও বলেন, অতীতে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে। এ বৈষম্য কমাতে শিক্ষকদের কল্যাণমূলক খাতে বাজেট বাড়ানো এখন সময়ের দাবি।

উল্লেখ্য, পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বাড়ানো হয়েছিল। তবে কর্মচারীদের ভাতা ৫০ শতাংশের বেশি না হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়। তাই এবার তাদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর