[email protected] বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫৬ এএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।


সর্বশেষ তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩১,০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬,০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

এর আগে ১৫ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩০,৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এবং আইএমএফ হিসাব অনুযায়ী ২৫,৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।
গত ৭ সেপ্টেম্বর আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। এরপর ওঠানামার পর আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে ফিরল।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ পাওয়া যায়। এছাড়া ব্যয়যোগ্য রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তবে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর