[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক বিমানের পাইলট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দায় আটক হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। পরে বুধবার সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে হোটেলে নিজেদের জিম্মায় নেন।

বিমান কর্তৃপক্ষ জানায়, ক্যাপ্টেন মুনতাসির ভুলবশত নিজের পাসপোর্টের বদলে মায়ের পাসপোর্ট সঙ্গে নিয়ে যান। ফলে জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে প্রবেশের অনুমতি দেননি।

বিমানের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে তাদের তত্ত্বাবধানে নিয়েছেন। ঢাকা থেকে অন্য ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে। পাসপোর্ট হাতে পাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি দেশে ফিরতে পারবেন।”

বিমান সূত্র জানায়, এ ধরনের ঘটনা নতুন নয়।

  • প্রায় দুই বছর আগে বিমানের এক পাইলট পাসপোর্ট ছাড়া একটি ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হয়েছিলেন।
  • চলতি বছরের জানুয়ারিতে আরও এক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। তাকে লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক করে পরবর্তী ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর