পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দায় আটক হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। পরে বুধবার সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে হোটেলে নিজেদের জিম্মায় নেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, ক্যাপ্টেন মুনতাসির ভুলবশত নিজের পাসপোর্টের বদলে মায়ের পাসপোর্ট সঙ্গে নিয়ে যান। ফলে জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে প্রবেশের অনুমতি দেননি।
বিমানের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে তাদের তত্ত্বাবধানে নিয়েছেন। ঢাকা থেকে অন্য ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে। পাসপোর্ট হাতে পাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি দেশে ফিরতে পারবেন।”
বিমান সূত্র জানায়, এ ধরনের ঘটনা নতুন নয়।
এসআর
মন্তব্য করুন: