[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

প্রবাসে বসে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থান করে ভোট দিতে পারবেন না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।

তাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) লক থাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যাদের এনআইডি লক করা আছে, তারা কেউই প্রবাস থেকে ভোট দিতে পারবেন না। অনলাইনে নিবন্ধনের জন্য এনআইডি নম্বর ব্যবহার বাধ্যতামূলক হবে। এনআইডি লক থাকলে নিবন্ধন সম্ভব নয়।”

ইসির তথ্য অনুযায়ী, গত এপ্রিলে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও তাদের মেয়ে বুশরা সিদ্দিক।

ইসি সচিব জানান, এবার সংসদ নির্বাচনে দেশে (In-country) ও বিদেশে (Out-of-country) উভয় ভোটের ব্যবস্থা রাখা হবে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এজন্য এনআইডি বাধ্যতামূলক; পাসপোর্ট দিয়ে নিবন্ধন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, মামলার কারণে কিংবা অন্য কোনো কারণে বিদেশে অবস্থান করলেই ভোটাধিকার হারাতে হয় না। শর্ত শুধু একটাই— এনআইডি আনলক থাকতে হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের অনেকেই এখনও বিদেশে অবস্থান করছেন। ইতোমধ্যে সরকার আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সংবিধান অনুযায়ী তাদের ভোটাধিকার বহাল রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর