[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৫:৫১ পিএম

সংগৃহীত ছবি

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এতে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটির। তবে উড্ডয়নের আগে নিয়মিত নিরাপত্তা পরিদর্শনের সময় ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়।

বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ঘটনায় আটকা পড়া ১৭৫ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। ভিসাজনিত জটিলতার কারণে আরও তিনজনকে রাখা হয়েছে বিমানবন্দরের লাউঞ্জে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করেছে বিমান।

তিনি আরও জানান, বুধবার রাতে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি মেরামত শেষে রাতেই বিমানটি দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে রাত দেড়টার দিকেই ফ্লাইটটি উড্ডয়ন করতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর