[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৪৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৬ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে ডেঙ্গুতে মৃত্যু ও ভর্তির এ সংখ্যা জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৩২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ২৬০ এবং বাকি ৬৭২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি আছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর