[email protected] মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
১ আশ্বিন ১৪৩২

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩০ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে আয়োজিত এক সভায় যোগ দেন।

এ সময় প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এ ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।

২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা কার্যত দুদিন বাড়তি ছুটি পাবে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষা ক্যালেন্ডারে নির্ধারিত ছুটি রয়েছে দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজাসহ একাধিক উৎসবের কারণে।

  • ২ অক্টোবর বিজয়া দশমী
  • ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজ দাহম
  • ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা
  • ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা (ঐচ্ছিক ছুটি হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে কার্যকর হবে)

ফলে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা টানা দীর্ঘ ছুটি কাটাতে পারবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, সরকারি দপ্তরগুলোতেও দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি থাকবে। ১ ও ২ অক্টোবর পূজার ছুটির সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলে সরকারি কর্মচারীরাও টানা ছুটির সুযোগ পাবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর