প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কমিশনটি গঠিত হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সহসভাপতির দায়িত্বে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—
কমিশনের সার্বিক কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করছে।
এসআর
মন্তব্য করুন: