ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত পাঁচজনের মধ্যে—
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিভাগভিত্তিক ভর্তি সংখ্যা (সিটি করপোরেশন ছাড়া) হলো—
গত ২৪ ঘণ্টায় ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৩৬,৫২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু: ১৫৫ জন
এ বছর মোট আক্রান্ত: ৩৮,৫২৭ জন
এসআর
মন্তব্য করুন: