সরকার বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন, তাদের পদক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এই কর্মকর্তাদের পদক সংক্রান্ত যেসব অর্থ প্রদান করা হয়েছিল, তা ফেরত দিতে হবে।
১. রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত)
২. রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
৩. বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম
৪. সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক
৫. ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস
৬. র্যাব-১৪, ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার
৭. এপিবিএন-১৩ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক প্রত্যাহার কার্যক্রম এবং সংশ্লিষ্ট অর্থ ফেরত দেওয়ার বিষয়গুলো উচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে।
এসআর
মন্তব্য করুন: