[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার মার্কিন নাগরিক এনায়েত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে ৪৮ ঘণ্টার রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় এনায়েত করিমকে গ্রেফতার দেখানো হয়। সকালে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪৮ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীপাড়া এলাকা থেকে এনায়েত করিমকে আটক করে রমনা মডেল থানা পুলিশ।


 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর