[email protected] রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২

করদাতাদের আহ্বান: সরকারকে অন্ধকারে রাখবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ করদাতাদের সরকারকে তথ্য গোপন না রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি রাজস্ব আহরণে আইনজীবীদের সহযোগিতা কামনাও করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

সালেহউদ্দিন আহমেদ বলেন,

“আপনারা ল’ইয়ার, সরকারকে একটুও অন্ধকারে রাখবেন না। ক্লায়েন্টকে দ্রুত ও সঠিকভাবে সার্ভিস দিলে আয়ও বৃদ্ধি পাবে। টেবিলের নিচে টাকাপয়সা নেওয়ার চেয়ে এফিশিয়েন্ট সার্ভিস দেওয়াই ভালো।”

তিনি আরও বলেন, আইনজীবীরা তাদের চার্জ করতে পারবেন, তবে ভালোভাবে সেবা প্রদান করলে কেউ আপত্তি করবে না।

অর্থ উপদেষ্টা টিআরএমএস সফটওয়্যার সম্পর্কে মন্তব্য করে বলেন,

“এটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। সফটওয়্যার তৈরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। বাইরে থেকে প্রযুক্তি নিয়ে আসার প্রবণতা কমানো দরকার, যাতে খরচ কমানো যায়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর