ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পরিবর্তন ইস্যুতে চলমান অবরোধ তুলে নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানিয়েছেন, রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে অবরোধ না সরালে আইনশৃঙ্খলা বাহিনীকে বলপ্রয়োগে ব্যবস্থা নিতে হবে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “কেউ সড়ক অবরোধ করে লাখো মানুষকে জিম্মি করে রাখতে পারে না। বিকেলের মধ্যে অবরোধ না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, কোর কমিটির বৈঠকে সাম্প্রতিক নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন প্রস্তুতি, ছিনতাই-ডাকাতি, সীমান্ত পরিস্থিতি ও দুর্গাপূজার নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে।
ফরিদপুরের দুটি ইউনিয়নকে পুরোনো আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের কোনো হস্তক্ষেপ নয়। যদি আপত্তি থাকে, তবে তা আইনি ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই জানানো উচিত ছিল।
সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টিকারী অবরোধ মেনে নেওয়া হবে না।
এসআর
মন্তব্য করুন: