[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

সরকারি কর্মচারীদের টানা ৪ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৮:৩৪ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

 আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি থাকবে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এর পরবর্তী দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ায় মোট চার দিন একটানা ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।

প্রসঙ্গত, সাধারণত ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন সরকারি ছুটি দেওয়া হয়। তবে বিভিন্ন সময়ে নির্বাহী আদেশে ছুটি বাড়ানো হয়ে থাকে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর