রাজধানীর বাজারে নিত্যপণ্যের সঙ্গে মাছের দামও লাগামহীন হয়ে উঠেছে।
চাল-ডাল-সবজির বাড়তি দামের পাশাপাশি সামুদ্রিক ও মিঠাপানির মাছের দামে আগুন লেগেছে।
বিশেষ করে ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য কাঁচাবাজার আরও অস্বস্তিকর হয়ে উঠেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে প্রায় সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, কোরাল এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা, চিংড়ি আকারভেদে ৭৫০-১২০০ টাকা। রুই ও কাতলা ৩৫০-৪৫০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, পুঁটি ২০০-২৫০ টাকা এবং তেলাপিয়া ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের বড় রুই উঠেছে কেজিপ্রতি ৫৫০ টাকায়।
ইলিশের দাম হুহু করে বেড়েছে। বাজারে অল্প সরবরাহ থাকায় এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০ টাকা, এক কেজির কাছাকাছি ইলিশ ১৮০০-২০০০ টাকা এবং বড় ইলিশ (২-২.৫ কেজি) ৩০০০-৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: