প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। কিন্তু নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে এটা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।
শফিকুল আলম আরও জানান, এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি “ফাউন্ডেশনাল ইলেকশন”, যা ভবিষ্যতের রাজনীতিকে দিকনির্দেশনা দেবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এসআর
মন্তব্য করুন: