ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি/পদায়ন করা হয়েছে। এছাড়া আরও দুটি আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে দায়িত্বপ্রাপ্ত ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়। সব মিলিয়ে ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হলো।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ওই তারিখে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে আরও কিছু পদে বদলি হবে। বিশেষ করে ২০২৪ সালের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ধাপে ধাপে সরিয়ে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: