বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে আগামী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পরিবর্তন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুই মাসের জন্য এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ আরও দুই মাসের জন্য এ ক্ষমতা বাড়ানো হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ অনুযায়ী অপরাধ সংক্রান্ত কার্যক্রম বিবেচনায় নিতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: