[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ ভাদ্র ১৪৩২

জাতীয় নির্বাচন ভালো হবে, তার প্রতিফলন দেখা গেছে ডাকসুতে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ৪:০৬ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটি প্রতিফলন ইতোমধ্যেই ডাকসু নির্বাচনে দেখা গেছে।”

তিনি আরও আশ্বস্ত করে বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচনী নিরাপত্তায় প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সূচি থেকে সরে আসার চেষ্টা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে।”

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন কেবল সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে না; সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তার ভাষায়, “ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো। তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব।”

ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব বলেন, “জনগণ যদি বন্যার পানির মতো কেন্দ্রে ছুটে আসেন, তবে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর