[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ ভাদ্র ১৪৩২

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করছে চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর—এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ আলী রীয়াজ।

তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহিতা, সুশাসন এবং অর্থনৈতিক সংস্কার—সবকিছু মিলিয়ে বাংলাদেশের আগামী দিনের গতিপথ নির্ধারিত হবে।

আলী রীয়াজ আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

সংস্কারের নামে যদি অর্ধেক ব্যবস্থা নেওয়া হয়, তবে তা টেকসই হবে না। সমাজের সব স্তরে আস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক কাঠামো মজবুত করা জরুরি।”

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনের জন্য এসব সংস্কারের সঠিক বাস্তবায়ন অপরিহার্য।

দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর