সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর-২০০৮) এর পরিবর্তে নতুন ‘পিপিআর-২০২৫’ প্রণয়ন করা হচ্ছে।
নতুন খসড়ায় ৯৪টি বিধি সংশোধন, ১২টি নতুন বিধি সংযোজন এবং ৭টি বিধি বাতিল করা হয়েছে।
এছাড়া ৪টি নতুন তপশিল যুক্ত ও ৮টি সংশোধন করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৮টি উপধারা। সব মিলিয়ে নতুন কাঠামোতে মোট ১৫৩টি বিধি থাকছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে আইএমইডি সম্মেলন কক্ষে খসড়া বিধিমালা নিয়ে সাংবাদিকদের অবহিত করতে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন এবং সভাপতিত্ব করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব এস এম মঈন উদ্দীন আহম্মেদ।
খসড়া বিধিমালার মূল দিক তুলে ধরেন বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন-উল ইসলাম।
কর্মশালায় জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থার ৫০ জনেরও বেশি সাংবাদিক অংশ নেন।
আইএমইডি সচিব জানান, সরকারি ক্রয় সংস্কার প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বিপিপিএর সিইও প্রস্তাবিত বিধিমালার প্রয়োজনীয়তা ও প্রেক্ষাপট তুলে ধরেন।
এসআর
মন্তব্য করুন: