 
                                                                        ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এটি হবে বিশেষ বিসিএস, যার মাধ্যমে দেশের সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি, হলভিত্তিক আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশনা শিগগিরই পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
এসআর
মন্তব্য করুন: