[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

নেপালে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বার্তা জারি করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস থেকে প্রকাশিত ওই বার্তায় সতর্কতা ও করণীয় জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে থাকা বাংলাদেশিদের বাইরে না গিয়ে নিজ নিজ বাসস্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন করে ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আপাতত নেপালে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতিতে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—

  • মি. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯
  • মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর