[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী প্রস্তুত, ইসির নির্দেশনার অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ৬:২৭ পিএম

সংগৃহীত ছবি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তবে তিনি জানান, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কর্নেল শফিকুল ইসলাম বলেন,
“সরকারি বার্তা আমরা পেয়েছি। এখন কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই মাঠে কাজ শুরু করব। আমাদের নিজেদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,
“এটা শুধু সেনাবাহিনীর কাজ নয়। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোথাও সমন্বয়হীনতার কারণে বিলম্ব হয়। তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।”

সারা দেশে ছড়িয়ে পড়া গণপিটুনি পরিস্থিতি নিয়ে কর্নেল শফিকুল ইসলাম জানান,
“তথ্য পাওয়ায় দেরি হলে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। তবে সেনাবাহিনী উপস্থিত হলে আর মব গঠনের সুযোগ দেওয়া হয়নি।”

রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছায়—এ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
“পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর