[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

ঝটিকা মিছিল-সমাবেশে কঠোর অবস্থান, ব্যবস্থা নিতে নির্দেশ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:৫৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন,

“ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এর পেছনে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে আরও সক্রিয় হতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

বৈঠকে যারা উপস্থিত ছিলেন

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান, আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেক্ষাপট

গত কয়েকদিন ধরে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা যায়। এ ধরনের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আজকের বৈঠকে কঠোর নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর