[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

আগস্টে ৩৭ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতি, ৮.২৯ শতাংশে কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সদ্য সমাপ্ত আগস্টে সার্বিক ভোক্তা মূল্যস্ফীতি (CPI) ৮.২৯ শতাংশে নেমেছে, যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

গত জুলাই মাসে এই হার ছিল ৮.৫৫ শতাংশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগস্ট ২০২৫ মাসের মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ০.২৭ শতাংশ পয়েন্ট।

খাদ্য ও অখাদ্য পণ্যের মূল্যস্ফীতি:

  • খাদ্যপণ্য: আগস্ট ৭.৬০% (জুলাই: ৭.৫৬%)
  • খাদ্যবহির্ভূত পণ্য: আগস্ট ৮.৯০% (জুলাই: ৯.৩৮%)

শহর ও গ্রামের মূল্যস্ফীতি:

  • গ্রাম: ৮.৩৯% (জুলাই: ৮.৫৫%)
  • শহর: ৮.২৪% (জুলাই: ৮.৯৫%)

খাদ্য খাতে গ্রামে দাম কিছুটা বেশি প্রভাবিত হলেও শহরে অখাদ্য খাতের ব্যয় তুলনামূলক বেশি। আগস্টে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭.৫০%, শহরে ৭.৮৭%। অখাদ্য খাতে গ্রামে ৯.২৮% ও শহরে ৮.৪৮%।

বারো মাসের গড় মূল্যস্ফীতি:

  • সেপ্টেম্বর ২০২৪–আগস্ট ২০২৫: ৯.৫৮%
  • পূর্ববর্তী ১২ মাসে: ৯.৯৫%

বিবিএসের বিশ্লেষণে বলা হয়েছে, খাদ্যপণ্যের দামে স্বস্তি এসেছে মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভোজ্যতেলের দাম হ্রাসের কারণে। তবে অখাদ্য খাত—বিশেষ করে ভাড়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও জ্বালানি—এখনো ঊর্ধ্বমুখী থাকায় সামগ্রিক চাপ পুরোপুরি কমেনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর