টানা বৃষ্টির পরও গরমে অতিষ্ঠ মানুষ।
তবে এবার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৭ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং ধীরে ধীরে গরম কিছুটা কমবে।
পূর্বাভাস অনুযায়ী—
- রোববার (৭ সেপ্টেম্বর): রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে দিন-রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
- সোমবার (৮ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যত্রও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
- মঙ্গলবার (৯ সেপ্টেম্বর): দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
- বুধবার (১০ সেপ্টেম্বর): উত্তর ও মধ্যাঞ্চলের পাশাপাশি প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
- বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর): দেশের আট বিভাগেই বিস্তৃত আকারে বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ফলে ধীরে ধীরে গরমের তীব্রতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন: