সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক এসআই ও ১০ কনস্টেবলসহ মোট ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকার আদালতে হাজিরা দেওয়ার পর ফেরত আনার পথে এসকর্ট দল যাত্রাবিরতির সময় তাঁকে আলাদা কক্ষে বসিয়ে খাবারের ব্যবস্থা করে। অন্য সদস্যরা সাধারণ স্থানে খাবার খেলেও হাজতিকে বিশেষ সুবিধা দেওয়ার এ ঘটনা এসকর্ট ডিউটির শৃঙ্খলা ভঙ্গ এবং দায়িত্ব পালনে শৈথিল্যের প্রমাণ বহন করে।
গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রতিবেদনে হাজতিকে আলাদা সুবিধা দেওয়ার ঘটনা প্রমাণিত হয়। এতে সংশ্লিষ্ট সদস্যদের অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই ১১ পুলিশ সদস্যকে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল ১৯৪৩-এর প্রবিধান অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা নিয়মিত রোলকল, প্যারেড ও অন্যান্য প্রশিক্ষণে উপস্থিত থাকতে বাধ্য থাকবেন।
এসআর
মন্তব্য করুন: