চার দফা দাবিতে রোববার (৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
এতে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
তিনি অভিযোগ করেন, সংকট নিরসনে একাধিকবার কমিটি গঠন ও নানা আশ্বাস দিলেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। বরং আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে জানান তিনি।
চার দফা দাবি:
১. আরইবি-পিবিএস একীভূতকরণ বা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠন, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল।
২. চাকরিচ্যুত, বরখাস্ত ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে পুনর্বহাল।
৩. জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং অবস্থান কর্মসূচির কারণে কাজে যোগ দিতে না পারা পাঁচ কর্মীকে পুনর্বহাল।
৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, দেশের ১৪ কোটি গ্রামীণ জনগণের উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের স্বার্থেই তাদের এ আন্দোলন, তাই সরকার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: