রাজনৈতিক কার্যক্রমকে ‘মব’ আখ্যা দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় তিনি বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কার অবহেলায় এমন পরিস্থিতি সৃষ্টি হলো এবং কার দায় আছে, তা খতিয়ে দেখা হবে।”
কাকরাইলের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “প্রথম হামলা চালিয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকেই। এটি রাজনৈতিকভাবে অবিবেচক কর্মকাণ্ড। কারা উৎসাহ দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে, তাও তদন্ত করে দেখা হবে।”
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যারা একসময় ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল, তারাই এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এতে তাদের মানসিক ভারসাম্যের অভাব স্পষ্ট।”
তিনি আরও বলেন, “অনেকে নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করতে পারে। তবে আমরা বিশ্বাস করি—গণতান্ত্রিক মূল্যবোধে আস্থাশীল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব হবে।”
সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, “সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর—এই তিনটি বড় এজেন্ডা নিয়ে সরকার কাজ করছে। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সবার ঐকমত্যে এটি বাস্তবায়ন হলে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: