রাজধানীর বারিধারায় অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে আলোচিত ‘ক্যাসিনো ডন’ সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, অনুমোদন ছাড়াই সিসা বার পরিচালনার অভিযোগে বারিধারা এলাকা থেকে সেলিম প্রধান ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর
মন্তব্য করুন: