[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন সীমানার ভিত্তিতেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করা হয়েছে এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটিতে নামানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

এর আগে বিশেষায়িত কমিটির কাজের ভিত্তিতে ইসি গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করে। খসড়ায় দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রাখা হলেও ৩৯টি আসনে আনা হয় আংশিক পরিবর্তন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গাজীপুরে নতুন আসন যোগ এবং বাগেরহাটে একটি আসন কমানো।

নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ আগস্ট। পরবর্তীতে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিন এসব দাবি-আপত্তি ও পরামর্শের ওপর শুনানি শেষে আজ তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হলো।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সর্বমোট ১ হাজার ৮৯৩টি আবেদন কমিশনে জমা পড়ে। এর মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসনকে ঘিরে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ পাওয়া গেছে। দাবি-আপত্তি উভয় দিক থেকেই মতামত এসেছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর