[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ট্র্যাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট প্রদানে সরকার সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার তার জন্য প্রয়োজনীয় নথি সরবরাহে প্রস্তুত।

সরকার নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নেবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আমার মনে হয় এর প্রয়োজন নেই। তিনি যখন ফিরতে চাইবেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় সহায়তা করব।”

এ সময় সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বশেষ দেওয়া চিঠির পর আর কোনো যোগাযোগ হয়নি। তবে ভবিষ্যতে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর