প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মহেশখালী-মাতারবাড়ীতে শুধু একটি গভীর সমুদ্রবন্দর নয়, গড়ে উঠবে একটি আধুনিক নতুন শহর।
এখান থেকেই বাংলাদেশের আন্তর্জাতিক সংযোগ (ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি) আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এ ভিশন তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে উপস্থিত ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সদস্য কমোডর তানজিম ফারুক ও মো. সারোয়ার আলম।
প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাও বৈঠকে অংশ নেন।
এ সময় মিডার চেয়ারম্যান আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের অগ্রগতি বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পাশাপাশি সংস্থার আগামী চার মাসের কর্মপরিকল্পনাও তুলে ধরেন তিনি।
এসআর
মন্তব্য করুন: