সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে কোনো পদায়ন হয়নি, ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কখনো লটারির মাধ্যমে ডিসি পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।”
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ডিসিদের প্রত্যাহার করা হচ্ছে এবং ফিট লিস্ট অনুযায়ী নতুন পদায়ন করা হবে। যুগ্ম সচিবদের মধ্য থেকে নির্বাচন করে নির্বাচনের আগে বিভিন্ন জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে।
মোখলেস উর রহমান বলেন, ইউএনওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং ডিসিরা মূল দায়িত্বে থাকেন।
এজন্য সাত সদস্যবিশিষ্ট জনপ্রশাসন সংক্রান্ত কমিটি ও আলাদা ডিসি সিলেকশন কমিটি কাজ করছে। ফিট লিস্ট থেকে প্রস্তাব অনুমোদনের পর প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইউএনওদের বদলি করেন বিভাগীয় কমিশনার, তবে নির্বাচনকালে বড় ধরনের রদবদল করবে নির্বাচন কমিশন।
তখন তদবির বা প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে, তাকেই দায়িত্ব পালন করতে হবে।
এসআর
মন্তব্য করুন: