[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

যে পরিস্থিতিতে প্রযোজ্য হবে ‘না’ ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

শুধুমাত্র একক প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 তিনি জানান, জোটবদ্ধ নির্বাচন হলেও প্রত্যেক প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট চাইতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ইসি সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি এবার সেনা, নৌ, বিমানবাহিনী এবং কোস্টগার্ডও দায়িত্ব পালন করবে।

নির্বাচনী হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী যদি মিথ্যা তথ্য দেন এবং নির্বাচনের পরবর্তী পাঁচ বছরের মধ্যে তা প্রমাণিত হয়, তবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে এবং সংসদ সদস্য পদ খারিজ হতে পারে।

এ সময় তিনি আরও জানান, বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকছে না। পাশাপাশি নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা আবারও নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে আনা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর