[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

সরকার ১,৫১৫ কোটি টাকায় সার আমদানি করবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ লাখ ৯৫ হাজার টন সার আমদানি করবে। এতে ব্যয় হবে প্রায় ১,৫১৫ কোটি টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক নীতিগত অনুমোদন দিয়েছে, যার মধ্যে এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানি করার সিদ্ধান্তও রয়েছে।

সরকারি সূত্র জানায়, বিশ্ববাজারে সারের অস্থিরতা এবং স্থানীয় কৃষি মৌসুমের চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত সময়োপযোগী।

এতে ইউরিয়া ও ডিএপি সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি রোধ করা যাবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর