[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৮ ভাদ্র ১৪৩২

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ১:৪২ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই তার মূল অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচন হবে ব্যাপক ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিকভাবে আস্থার দৃষ্টান্ত।

এ সময় তিনি সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের প্রশংসা করেন এবং নির্বাচন পর্যন্ত সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সুস্পষ্ট কমান্ড কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তিনি জনগণকে চারপাশে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর