রাজধানীর গুলশানে একটি অভিজাত আবাসিক হোটেল থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। তবে গত দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা বিষয়টি দূতাবাস ও পুলিশকে অবহিত করে।
পরে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের সদস্যরা কক্ষে প্রবেশ করে জ্যাকসনের মরদেহ উদ্ধার করেন। তিনি বিছানায় মৃত অবস্থায় পাওয়া যান।
প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাসের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।
এসআর
মন্তব্য করুন: