[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১:১০ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুলের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (৩১ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, দুজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে র‍্যাবের ডিজি শহিদুর রহমানের চাকরির মেয়াদ আগামী ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসবি প্রধান গোলাম রসুলের মেয়াদ আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে গত বছরের ১ অক্টোবর থেকে এক বছরের জন্য অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। একই বছরের ৭ আগস্ট তাকে র‍্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর