[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আজই নির্ধারিত হতে পারে ড. ইউনূসের ভাগ্য : মোস্তফা ফিরোজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ৬:২৩ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ আজ রোববার নির্ধারিত হতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।

তিনি বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠককে ঘিরেই এই সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। শনিবার (৩১ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলা-তে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা ফিরোজ জানান, বিকেল থেকে যমুনায় পৃথক সময়ে তিন দলের সঙ্গে বসবেন ড. ইউনূস। শুধু নির্বাচন নয়, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়েও এই বৈঠকগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তিনি বলেন, “নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ও নির্বাচন পরিস্থিতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দাবি–প্রস্তাব আছে। বিএনপির সঙ্গে যেমন জামায়াত ও এনসিপির মতবিরোধ রয়েছে। সবকিছু শেষ পর্যন্ত ফয়সালা হবে ভোটের মাঠে।”

রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি আরও বলেন, “মাঠে মূল খেলোয়াড় তিনটি দল—তরুণদের এনসিপি, ধর্মভিত্তিক জামায়াতে ইসলামী এবং গণতান্ত্রিক ধারার বিএনপি। ড. ইউনূস জানেন, এদের সঙ্গে আলোচনাই সমাধানের পথ দেখাতে পারে। তবে যদি সবাই অনড় থাকে, তখন পরিস্থিতি জটিল হতে পারে।”

অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়েও সমালোচনা করেন তিনি। ফিরোজের ভাষায়, “প্রথম থেকেই মেয়াদ নির্দিষ্ট করা উচিত ছিল। অথচ অন্তর্বর্তী সরকার ভেবেছিল এটি গণঅভ্যুত্থানের সরকার, বৈধতা আছে, তাই দীর্ঘমেয়াদি হবে। কিন্তু রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান ছাড়া সরকার চলতে পারে না—এটা এখন প্রমাণিত।”

শেষে তিনি বলেন, “সুতরাং আমি মনে করি, শুধু রাজনীতি বা নির্বাচন নয়, আজকের বৈঠক থেকেই ড. ইউনূসের ভাগ্যও নির্ধারিত হয়ে যেতে পারে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর