[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ২:২৬ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে “অত্যন্ত ন্যক্কারজনক” বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নুরের চিকিৎসার খোঁজখবর নেন প্রেস সচিব।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছেন, নুরের নাক ও চোখে আঘাত লেগেছে এবং শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) হয়েছে।

বর্তমানে তিনি আধা-অচেতন অবস্থায় (সেমি-কনশাস) রয়েছেন।

তিনি আরও জানান, চিকিৎসকরা নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছেন এবং কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।

শফিকুল আলম বলেন, “নুরের ওপর আঘাত অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর