ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, নির্বাচনী কর্মকর্তাদেরও দায় নিতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও অনিয়ম বা কারসাজি কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই এখন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব বাধা অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরাও ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
অন্য কমিশনাররা বলেন, এ নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। একই সঙ্গে তারা কৃচ্ছ্রসাধনের বদলে মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।
এসআর
মন্তব্য করুন: