[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

উপসচিব পদে ২৬৮ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ১২:১৪ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উপসচিব হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগপ্রাপ্ত হবেন। কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের নাম উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এছাড়া তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট অথবা ইমেইলে ([email protected]) দাখিল করা যাবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর