প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ডিএমপি কার্যালয়ের দিকে মিছিল শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, “রংপুরে হুমকির বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্রদের ওপর হামলার ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এবং উপদেষ্টারাও কোনো কার্যকর পদক্ষেপ নেননি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলবে। দেশব্যাপী বিভাগীয় সমাবেশের পর জাতীয় সমাবেশের মাধ্যমে প্রকৌশল শিক্ষার্থীরা তাদের দাবি পুনরায় উপস্থাপন করবেন। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হলে কঠোর কর্মসূচি নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
১. সরকারি চাকরিতে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০০ শতাংশ কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীরা যমুনা অভিমুখে মিছিল করলে পুলিশের বাধার মুখে পড়েন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে মারধরের শিকার হন।
এসআর
মন্তব্য করুন: