[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আগারগাঁওয়ে ‘ব্লকেড’, সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে সকাল সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শেকৃবি শিক্ষার্থীরা ব্লকেড শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বৈঠক বাতিল করতে বাধ্য হয় মার্কিন দূতাবাস।

সিইসির একান্ত সচিব আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দূতাবাসের পক্ষ থেকেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।”

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এদিকে একইদিন নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এ নির্বাচনের জন্য মোট ২৪টি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

রোডম্যাপের প্রধান দিকগুলো:

  • আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।
  • নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
  • চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা করা হবে।
  • আর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর