[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

৫ দিনের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ৪:০০ পিএম

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হলেও কমেনি গরমের দাপট। ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।

লঘুচাপ ও মৌসুমি বায়ুর অবস্থান

আবহাওয়া অফিস জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের অদূরে ওড়িশা উপকূলীয় এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ওড়িশা ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

দিনভিত্তিক পূর্বাভাস

বৃহস্পতিবার (২৮ আগস্ট):
রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৯ আগস্ট):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শনিবার (৩০ আগস্ট):
আটটি বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

রোববার (৩১ আগস্ট):
ঢাকাসহ দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১ সেপ্টেম্বর):
সব বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর