[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

২২ টাকা আলুর ন্যূনতম দাম , সরকার কিনবে ৫০ হাজার টন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেইটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করেছে সরকার।

পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে। সংরক্ষিত এ আলু আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে ছাড়া হবে।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য কমে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি সচিবের নেতৃত্বে একটি চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিটির সুপারিশ অনুযায়ী সরকার আলুর ন্যূনতম দাম নির্ধারণ, বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং কৃষকের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছে।

এছাড়া আগামী মৌসুমে আলু চাষে কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর